ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ ছবি: গেটিইমেজ

যুদ্ধের মধ্যে জরুরি প্রয়োজন মেটাতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের জন্য ১৪০ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ; প্রতি ডলার ন্যূনতম ৯০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার মতো।

বিবিসি জানিয়েছে, আইএমএফের নির্বাহী পর্ষদ বুধবার (০৯ মার্চ) ইউক্রেনের জন্য এই অর্থায়ন অনুমোদন করে।

আইএমএফ বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন কর্তৃপক্ষ দেশের পুনর্গঠন এবং উন্নয়নের লক্ষ্যে তাদের সঙ্গে মিলে একটি উপযুক্ত অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা করবে।

তবে যুদ্ধ শেষ হলে এবং সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে দেশ পুনর্গঠনের চেষ্টা চালাতে ইউক্রেনের আরো তহবিলের প্রয়োজন হবে বলে মনে করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তিনি আরো জানান, সাধারণত আইএমএফের অর্থায়নে শর্ত থাকলেও ইউক্রেনের জন্য তা শিথিল করা হয়েছে।

এর আগে বিশ্ব ব্যাংক সোমবার (০৭ মার্চ) ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দেয়। ওই ঋণ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বিশ্ব ব্যাংক বলেছে, এই সহায়তা ইউক্রেন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা দেওয়া, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে তারা আশা করছে।

এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে।

দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ২০ লাখের বেশি মানুষ দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, তারা যুদ্ধের কারণে ইউক্রেন থেকে শরণার্থী হয়ে যাওয়া ২০ লাখ মানুষকে যেসব প্রতিবেশী দেশ আশ্রয় দিচ্ছে তাদেরও সহায়তা দেবে। এসব শরণার্থীর অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।