ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া।

এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইউই) ও গ্রুপ অব সেভেনের দেশগুলো থেকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে আগ্রাসনের কারণে তা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা যাবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’গুলোকে আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের নীতিগত বৈষম্যের সম্মুখীন করা যায় না।

শুক্রবার রাশিয়ার ইউক্রেনে আক্রমণের তৃতীয় সপ্তাহ চলছে। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।