ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনে ৫৩ ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
রুশ হামলায় ইউক্রেনে ৫৩ ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে এখন পর্যন্ত ৫৩টি ঐতিহাসিক সাংস্কৃতিক দর্শনীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

শনিবার (২ এপ্রিল) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে রয়েছে- ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ। ক্ষতিগ্রস্ত এসব ঐতিহাসিক স্থানের বেশ কয়েকটি ইউক্রেনের দুটি বৃহত্তম শহর- কিয়েভ এবং খারকিভে অবস্থিত। এছাড়াও দেশটির অন্যতম প্রাচীনতম শহর চেরনিহিভেও রয়েছে কিছু।

ইউনেস্কোর একজন মুখপাত্র জানিয়েছেন, এটি ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থানগুলোর সর্বশেষ তালিকা। তবে এই তালিকা সম্পূর্ণ নয়। এখনও আমাদের বিশেষজ্ঞরা আরও বেশ কয়েকটি রিপোর্ট যাচাই করছেন।

এ বিষয়ে ইউনেস্কো জানিয়েছে, সংস্থাটি ক্ষয়ক্ষতি যাচাই করতে স্যাটেলাইট ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আমলে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।