ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান

ঢাকা: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ- পিটিআই-এর কোর কমিটি সুপারিশ অনুযায়ী তিনি বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেন।

সোমবার (৪ এপ্রিল) পিটিআই নেতা এবং সাবেক তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েই ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করেন। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছিলেন।

ওই চিঠিতে তাদেরকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। পাকিস্তানের ডনের অনলাইন ভার্সনের প্রতিবেদনে জানানো হয়েছিল, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই চিঠি দিয়েছেন আরিফ আলভি।

উল্লেখ্য, বিচারপতি গুলজার আহমেদ পাকিস্তানের ২৭তম বিচারপতি হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর শপথ নেন। ২০২২ সালের ১ ফেব্রুয়ারিতে তিনি অবসরে যান। ইমরান খানের ঘনিষ্ঠ লোক হিসেবে তিনি পরিচিত।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।