ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভের কাছে ১২শ’ মরদেহ উদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
কিয়েভের কাছে ১২শ’ মরদেহ উদ্ধারের দাবি ইউক্রেনের

রাজধানী কিয়েভের কাছে ১২শ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। খবর বিবিসির।

এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।  

অন্যদিকে ইউক্রেনীয়রা সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। কতটুকু পেরেছে সে বিষয়ে গণমাধ্যমগুলো স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি।  

এর আগে রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া ছিল বলে দাবি করেছেন স্থানীয় এক কর্মকর্তা।  

অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।