ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
শপথ নিয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা শাহবাজ শরীফ

ইমরান পরবর্তী পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরীফ। অবশেষে শপথ নিয়েছে পাকিস্তানের সেই নতুন মন্ত্রিপরিষদ।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার মন্ত্রীদের নাম ঘোষণা করলেও প্রেসিডেন্ট আরিফ আলভির অসুস্থতার কারণে একদিন পিছিয়ে যায় শপথগ্রহণ অনুষ্ঠান।

মঙ্গলবার পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজ্রানি প্রেসিডেন্টের বদলে শাহবাজের মন্ত্রিসভাকে শপথ পড়িয়েছেন।  

আগের প্রতিবেদনে ৩৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন জানানো হলেও ডন তাদের সবশেষ প্রতিবেদনে জানিয়েছে ৩১ জনের মন্ত্রিসভা সিনেট চেয়ারম্যানের কাছে শপথ নিয়েছে।

এর আগে পাকিস্তানে শনিবার (৯ এপ্রিল) দিনগত রাতে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। সোমবার ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।