ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জনগণের বিক্ষোভকে সমর্থন দিচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
জনগণের বিক্ষোভকে সমর্থন দিচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ছেলে

শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নেই। বর্তমান সরকারকে হটাতে আন্দোলন করছেন জনগণ।

বুধবার (২০ এপ্রিল) পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জনের। ঘটনা চাপা দিতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। তারপরও থামছে না জনগণ। দ্রুতই সরকারের পতন চায় তারা।

এদিকে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলে নমল রাজাপক্ষে। যিনি আগে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী পদে ছিলেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নমল জানান, ‘দেশবাসীর এই ক্ষোভ যথার্থ। সরকারেরই উচিত ছিল আগে থেকে দেশবাসীকে সব কিছু জানিয়ে সতর্ক করে দেওয়া। ’ 

এর আগেও অবশ্য প্রকাশ্যে গোতাবায়া সরকারের সমালোচনা করেছেন নমল। এদিকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস আজ জানিয়েছেন, জ্বালানি কেনার জন্য তাদের অতিরিক্ত ৫০ কোটি ডলার আর্থিক সাহায্য পাঠাবে ভারত সরকার। ৪৫ কোটি ডলারের ঋণ শোধ পিছানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারও।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।