ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠাচ্ছি: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ইউক্রেনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠাচ্ছি: ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠাচ্ছি। এ অস্ত্রের মধ্যে ফ্রান্সের নিজস্ব তৈরি স্ব-চালিত হাউইটজারও রয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্রাসাদ। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, মিলান ও সিজারসহ ইউক্রেনে আমরা নানা ধরনের অস্ত্র পাঠাচ্ছি। আমি মনে করি আমাদের এ পথ চালু রাখতে হবে।

তিনি আরও বলেন, এসব অস্ত্র চালানো শিখতে ইউক্রেন সেনাবাহিনীর ৪০ সদস্য ফ্রান্সে আসবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ইউক্রেনে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মিলান পাঠানা হয়েছে।

আর সিজার হলো ট্রাকে স্থাপিত স্ব-চালিত দূরপাল্লার বন্দুক বিশেষ অস্ত্র। ২০০৯ সাল থেকে এ অস্ত্র মোতায়েন করা হয়েছে- আফগানিস্তান, লেবানন, মালি, ইরাক এবং পূর্ব এশিয়ায়।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।