ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে: ইরান

মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।

তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই।

অন্যদিকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ভয়াবহ দমন-পীড়নের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কড়া সমালোচনা করেন রাভাঞ্চি।  

তিনি বলেন, এই নীরবতা অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আশা করা বৃথা।

তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিটি অপরাধেরই দলিল রয়েছে। এসব অপরাধ আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য। এসব অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে।

তিনি বলেন, ইসরায়েল সবার সামনেই অপরাধ করে যাচ্ছে। কারণ তারা জানে, বিশ্বসমাজ এ বিষয়ে তেলআবিবকে কিছু বলবে না। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।