ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ক্যালিফোর্নিয়ায় দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

ইউএসএ টুডে’র খবরে বলা হয়েছে, ওয়াটসনভিল বিমানবন্দরে অবতরণের সময় একটি টুইন-ইঞ্জিন সেসনা ৩৪০ ও একক-ইঞ্জিন সেসনা ১৫২ প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় আকাশ যান দুটিতে মাত্র তিনজন ছিলেন। সেসনা ১৫২ প্লেনে ছিলেন শুধু পাইলট। অপরটিতে পাইলটের পাশাপাশি এক যাত্রী ছিলেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা একাধিক। কিন্তু মোট কত তা স্পষ্ট নয়।

ওয়াটসনভিল নগর কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, দুজন নিহত হয়েছেন। তবে হয় সংখ্যাটা বেশি। শহরের বিমানবন্দরে সরাসরি বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য কোনো কন্ট্রোল টাওয়ার নেই। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এফএএ ও জাতীয় পরিবহন বিষয়ক নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করছে।

বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।