ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

এবার চীনা বিমান সংস্থার ২৬টি ফ্লাইট বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা আক্তান্ত রোগী শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন।

এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবেই চীনের চারটি বিমান সংস্থার ফ্লাইট বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফ্লাইট বন্ধ করে দেওয়া চীনের বিমান সংস্থাগুলো হচ্ছে— জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাইদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের এসব বিমান সংস্থার ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।  

এর আগে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে ৬০টির বেশি ফ্লাইট বাতিল করে। বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।