ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।   একটি মানবাধিকার সংস্থা বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

ডিএডব্লিউএন নামের  মানবাধিকার সংস্থা  জানিয়েছে, নুরাহ আল-কাহতানি নামের ওই নারী দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তার ওপর এই দীর্ঘ সময়ের সাজা ঘোষণা করা হয়েছে। তাকে সৌদির কাউন্টার-টেরোরিজম এবং অ্যান্টি-সাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়।

ডিএডব্লিউএনের উপসাগরীয় অঞ্চলের গবেষণার পরিচালক আবদুল্লাহ আলাউদ বিবিসিকে বলেন, তার আদালতের নথিতে সহিংসতা বা অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত কিছু নেই।  

বিবিসি বলছে, সৌদি সরকারের সমালোচক ছিলেন নুরাহ আল-কাহতানি।  

এর আগে গত ৯ আগস্ট টুইটারে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সৌদি আরবে আরেক নারীকে ৩৪ বছরের জেল দেওয়া হয়।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।