ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিশোধ নিতে খারকিভে বিদ্যুৎকেন্দ্রে হামলা রাশিয়ার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
প্রতিশোধ নিতে খারকিভে বিদ্যুৎকেন্দ্রে হামলা রাশিয়ার 

ইউক্রেনের খারকিভ অঞ্চলে ইযিয়াম শহরে থাকা রাশিয়ার প্রধান ঘাঁটি দখলে নিয়েছে ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ( ১১ সেপ্টেম্বর) এমনটি দাবি করেছেন।  

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, প্রতিশোধমূলক হামলা চালাতে খারকিভের পানি সরবরাহ ব্যবস্থা এবং একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। এতে সেখানে বিদ্যুৎ বিপর্যয় দেখা গেছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলার লক্ষ্য হলো আলো এবং তাপ থেকে মানুষকে বঞ্চিত করা।  

এদিকে ইউক্রেনের মার্কিন রাষ্ট্রূদত ব্রিজেট ব্রিঙ্ক এই হামলার নিন্দা জানিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার কথা অস্বীকার করা হয়েছে।   

জেলেনস্কির মতে,  কিয়েভ আরও শক্তিশালী অস্ত্র পেলে শীতকালে আরও কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে।  

ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, এরইমধ্যে সেনারা ৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা,সেপ্টেম্বর১২, ২০২২  
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।