ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
‘ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া’ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের নানা অঞ্চলে চালানো হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া, এমনটি দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর প্রতিবাদে ইরানের রাষ্ট্রদূতকে তিরস্কার করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সেনারা এখন পর্যন্ত ইরানের তৈরি ৮টি ড্রোন ভূপাতিত করেছে।

তিনি বলেন, আজ রাশিয়ার সেনারা ইরানি ড্রোন ব্যবহার করে দানিপ্রোপেত্রোভস্ক ও ওডেসায় হামলা চালিয়েছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর নির্দেশনা দিয়েছি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, ইরানের এমন অবন্ধুসুলভ আচরণের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পক্ষ ইরানের রাষ্ট্রদূতকে তার স্বীকৃতি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিয়েভের ইরান দূতাবাসে কূটনৈতিকের সংখ্যাও কমানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।