ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্যাস লাইন ছিদ্রের জন্য রাশিয়াকে দায়ী করা মূর্খের কাজ: ক্রেমলিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
গ্যাস লাইন ছিদ্রের জন্য রাশিয়াকে দায়ী করা মূর্খের কাজ: ক্রেমলিন 

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি লাইনে একাধিক ছিদ্র হয়েছে। আর এ জন্য মস্কোকে দায়ী করেছে ইউক্রেন।

তবে ইউরোপের পক্ষ থেকে এ নিয়ে রাশিয়াকে সরাসরি দায়ী করা হয়নি।  

এ নিয়ে ক্রেমলিন বলছে, গ্যাস লাইন ছিদ্রের জন্য যারা রাশিয়াকে দায়ী করছে তারা মূর্খের কাজ করছে।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ধরনের কথা বেশ অনুমানযোগ্য এবং অযৌক্তিক। তারা মূর্খের মতো কথা বলছে। এটি আমাদের জন্যও বড় সমস্যার কারণ উভয় লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়। আর এই গ্যাস ব্যয়বহুল। লাইন ছিদ্র হওয়ায় গ্যাস নষ্ট হচ্ছে।  

এ নিয়ে কিছু বলার আগে তদন্তের জন্য মানুষজনকে অপেক্ষা করা প্রয়োজন।  

এর আগে ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি লাইনে একাধিক ছিদ্র হয়। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির উপদেষ্টা মিয়াখালো পদোলক জানিয়েছেন, নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২ লাইনের ক্ষতি ইউরোপের জন্য বড় ধরনের আগ্রাসী কর্মকাণ্ড। তিনি বলেন, শীত শুরুর আগে ইউরোপে আতঙ্ক তৈরি করতে চাইছে রাশিয়া।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।