ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান

ভারতের নতুন সেনা সর্বাধিনায়কের (চিফ অব ডিফেন্স স্টাফ-সিডিএস) হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান।  

সাবেক সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর নয় মাস পর নিয়োগ দেওয়া হলো অনিল চৌহানকে।

বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রতিরক্ষাপ্রধানের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।  

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।

উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ সেনা হিসেবে তার পরিচিতি রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অনিল চৌহান সিডিএস পদে থাকবেন।

এর আগে আমৃত্যু জেনারেল বিপিন রাওয়াতই ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। গত বছরের ডিসেম্বরে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।  
অনিল চৌহানকে এ পদে বসানোর জন্য সিডিএস নিয়োগের নিয়ম সংশোধন করতে হয়েছে। কারণ, আগে চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতো শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্য থেকে। কিন্তু জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর সেই নিয়ম সংশোধন করা হয়।

আইন সংশোধনের ফলে, এখন থেকে শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরা নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে নিয়োগ পাবেন। তবে এ ক্ষেত্রে তাদের বয়স ৬২ বছরের কম হতে হবে। সেই নিয়মেই অনিল চৌহানকে ভারতের সেনা সর্বাধিনায়ক করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।