ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেপরোয়া পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
বেপরোয়া পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না:  বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের চার অঞ্চল নিজেদের সঙ্গে সংযুক্তিকারী বেপরোয়া ভ্লাদিমির পুতিন ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে পারবেন না।  শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে বাইডেন এই মন্তব্য করেন।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো অঞ্চলের প্রতিটি অঞ্চল রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোবাহিনী প্রস্তুত।  

এর ইউক্রেন যুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে বাইডেন বলেন,  পুতিনের এসব বক্তব্য আমাদের ভয় দেখাতে পারবে না।   যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এসবে ভয় পাচ্ছে না।  

এদিকে রাশিয়ার কাছে চার অঞ্চল হারানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে  (ন্যাটো) দ্রুত যোগ দিতে চায় তার দেশ। আর এ জন্য ন্যাটোর কাছে একটি আবেদনও করবে কিয়েভ।  

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তি করার বিষয়ে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন,  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর এই ঘটনার মাধ্যমে পরিস্থিতির আরও গুরুতর অবনতি হলো।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৫০১ঘণ্টা,১ অক্টোবর, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।