ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড়ন্ত বিমান লক্ষ্য করে গুলি, লাগল যাত্রীর গায়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
উড়ন্ত বিমান লক্ষ্য করে গুলি, লাগল যাত্রীর গায়ে ছবি: দ্য সান

নিচ থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন মাঝ আকাশে থাকা বিমানের এক যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মিয়ানমারে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরাগ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার ও দ্য সান

জানা গেছে, বিমানটি তখন উড়ছিল প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচুতে। সেটিকে লক্ষ্য করে নীচ থেকে গুলি চালানো হয়। সেই গুলি বিমান ফুটো হয়ে গিয়ে সরাসরি লাগল যাত্রীর গায়ে।

ওই বিমানটি ছিল মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের। অভ্যন্তরীণ এ ফ্লাইটে তখন ৬৩ জন যাত্রী ছিল। বিমানটি যখন দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের লইকাউ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক এ সময় এটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনার পর বিমানটিকে সফলভাবে জরুরি অবতরণ করতে সক্ষম হন পাইলটরা।

কীভাবে প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচুতে গুলি লাগল? কারাই বা এ গুলি চালিয়েছিল?

এ ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে মিয়ানমার সরকার। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার।

এ বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জও মিন তুন বলেন, এ ধরনের কাজ সন্ত্রাসবাদের শামিল। যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান দেশে শান্তি বজায় রাখতে চান, তাদের এ ঘটনার প্রতিবাদ করা উচিত।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।