ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে আত্মহত্যায় শীর্ষে আফ্রিকা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
বিশ্বে আত্মহত্যায় শীর্ষে আফ্রিকা 

বিশ্বের আফ্রিকা মহাদেশের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আত্মহত্যা করা বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে ছয়টিই আফ্রিকার।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা শাখারর পক্ষ থেকে জানানো হয়, মহাদেশটিতে প্রতিবছর এক লাখের মধ্যে ১১ জনই আত্মহত্যা করে মারা যান। আর বিশ্বে প্রতি বছর এক লাখে নয়জন মানুষের আত্মহত্যায় মৃত্যু হয়।  

আফ্রিকায় বেশিরভাগ আত্মহত্যার ঘটনা ঘটে ফাঁসি দিয়ে বা বিষ খেয়ে।  অসম্মান বোধ করা ও অর্থের অভাবই আত্মহত্যার মূল কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, আত্মহত্যা একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা । এই মৃত্যু একটি ট্র্যাজেডি। দুর্ভাগ্যবশত, জাতীয় স্বাস্থ্য কর্মসূচিতে আত্মহত্যা প্রতিরোধ খুব কমই অগ্রাধিকার পায়।  

আফ্রিকাতে প্রতি পাঁচ লাখ মানুষের জন্য বাসিন্দার মাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি তাদের সুপারিশের চেয়ে ১০০ গুণ কম।  

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।