ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামি ভাস্কর্য উম্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামি ভাস্কর্য উম্মোচন

ফেনী: মহান আল্লাহু ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামের দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উম্মোচন করা হয়েছে ফেনী শহরের মিজান রোডে। বুধবার ১৫ নভেম্বর রাতে সুসজ্জিত ও আধুনিক ভাস্কর্যটির উদ্ধোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন  হাজারী।

এসময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার অর্থায়নে আল্লাহু ও মোহাম্মদ নামের দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে একটি উচ্চতর ডিগ্রি দেয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে উপাধি দেয়া হয় কওমি জননী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মভীরু বলে আজকে সারা বাংলাদেশের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন এটা পৃথিবীর কোথাও সম্ভব কিনা আমি জানি না। আজ ফেনীতে পৌর মেয়র স্বপন মিয়াজী মহান আল্লাহু ও প্রিয় নবী মোহাম্মদ (সা.) এর নামের দৃষ্টিনন্দন যে ইসলামিক ভাস্কর্য তৈরি করেছে তা ধর্মপ্রাণ মুসল্লিদের চক্ষু শীতল করবে।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।