অনেক সময় দেখা যায়, প্রিয়জন হঠাৎ বুকের প্রচণ্ড ব্যথায় চিৎকার করছেন। তখন স্বজনরা তার সুস্থতা কামনার জন্য অস্থির হয়ে পড়েন।
এ অবস্থায় প্রশ্ন আসে, এমন দোয়া আল্লাহ কবুল করেন কি না এবং এ রকম দোয়া করা যায় কি না? হায়াত কি কমে-বাড়ে?
ইসলামের বিধান অনুসারে, কোনো মুসলমানের জন্য স্বাভাবিকভাবে হায়াত বৃদ্ধির দোয়া করা শরিয়তসম্মত একটি বৈধ কাজ। নেক আমল বা দোয়ার দ্বারা আল্লাহর পক্ষ থেকে হায়াত বৃদ্ধি হওয়া হাদিস দ্বারা প্রমাণিত।
রাসুলুল্লাহ (সা.)-ও কোনো সাহাবির জন্য হায়াত বৃদ্ধির দোয়া করেছেন। তবে নিজের হায়াত থেকে কিছু অংশ অন্য কাউকে দেওয়ার দোয়া করা শরিয়তে প্রমাণিত নয়। (তিরমিজি, হাদিস: ২১৩৯, আদাবুল মুফরাদ, হাদিস: ৬৫৩, বুখারি, হাদিস: ৬৩৪৯, মুসলিম, হাদিস: ৬৭৬৮)
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এইচএ/