ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ইসলাম

খুলনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৩৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
খুলনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৩৫ জন

খুলনা: খুলনা বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৩৫ জন।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী মহানগরীর সোনাডাঙ্গার এম এ বারী সড়কের আলবাব একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগ জোন-১।

কোরআনের পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে পুরো একাডেমি।

১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৩৫ জন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আব্দুল হক।

ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুর রহমান, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় উপদেষ্টা মাওলানা মুস্তাক আহমেদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় উপদেষ্টা মাওলানা এ এফ এম নাজমুস সউদ, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আজম খান, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ মোহাম্মদ এমদাদুল্লাহ ও আলবাব একাডেমির চেয়ারম্যান মাওলানা এস এম মফিজুল ইসলাম।

উপস্থিত ছিলেন- প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা ক্বারী মোস্তাকিম বিল্লাহ, সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ শহীদুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মমিন, অনাবাসিক শাখার প্রিন্সিপাল আব্দুস সাকুর বাদশাহ ও গার্লস শাখার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম।

প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ ৪টি গ্রুপে কোমলমতি ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উপলক্ষে আলবাব একাডেমি কোরআনের হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।