ধুনট (বগুড়া): বিশ্বশান্তি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার ধুনট উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাতে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান শরীক হন। মোনাজাতে মুসুল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আল্লাহর রহমত ও হেদায়েত প্রার্থনা করেন।
এর আগে বৃহস্পতিবা (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুল মাঠের সামনে তিন দিনব্যাপী ৩৭তম এ বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে এই বিশ্ব ইজতেমা পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪