প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্যারাগুয়ে প্রজাতন্ত্র।
প্যারাগুয়ের দ্বিতীয় বৃহত্তম নগরীর নাম সিউদাদ দেল এস্তে (Ciudad del Este)।
গত ০৯ নভেম্বর (সোমবার) সিউদাদ দেল এস্তে শহরে একটি নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। মসজিদটি দেশের সর্ববৃহৎ মসজিদ বলে ।
নতুন এই মসজিদের উদ্বোধন করেছের প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও ম্যানুয়েল কার্তেস (Horacio Manuel Cartes)।
মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্যারাগুয়েতে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
মসজিদটি সেদেশের খোলাফায়ে রাশেদিন নামক ইসলামিক কেন্দ্র প্রায় ১০ লাখ ডলার খরচ করে নির্মাণ করেছে। মসজিদটির নাম ‘উমর ইবনে আল খাত্তাব মসজিদ’।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমএ