ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

দেশ-জাতির শান্তি কামনায় বরিশালে ইজতেমা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
দেশ-জাতির শান্তি কামনায় বরিশালে ইজতেমা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশালে আয়োজিত ৩ দিনের আঞ্চলিক ইজতেমা।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়।

মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল কেন্দ্রীয় মাকার্স মসজিদের মুরুব্বি মাওলানা মো. জোবায়ের।

এরআগে গত বৃহস্পতিবার বরিশাল নগরীর নবগ্রাম সড়কের সরদারপাড়ায় শুরু হয় এ ইজতেমা।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সকালেই ইজতেমা মাঠ কানায় কানায় ভরে উঠে।

এ সময় বরিশাল থেকে নবগ্রামের অভ্যন্তরীণ সড়ক বন্ধ ও ইজতেমা মাঠ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চৌমাথা থেকে সব ধরনের যানবাহনের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।