‘ডিজিটাল মিডিয়ায় প্রিয় নবী (সা.)-এর মূল্যবোধ চর্চা’ বিষয় সেমিনার শনিবার (০২ জানুয়ারি)।
সকাল ১০টায় বাংলানিউজের ইসলাম বিভাগের অায়োজনে সেমিনারটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
বিশ্ববাসীর জন্য শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন ও পবিত্র কোরআনে কারিম মানুষকে কোন পথে চলতে বলে- এসব বিষয়ে আলোচনা হবে সেমিনারে।
সেমিনারে দেশের প্রাজ্ঞ ইসলামি চিন্তাবিদ, খ্যাতিমান লেখক ও ধর্মীয় গবেষকরা অংশ নেবেন।
ইসলাম প্রচারে আধুনিক তথা ডিজিটাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দায়বদ্ধতা, করণীয়, কৌশল ও প্রচেষ্টার এই নবতর চ্যালেঞ্জ নিয়ে পাঠক আপনিও মতামত পাঠাতে পারেন। আমার সেটাও প্রকাশ করব গুরুত্ব দিয়ে।
সেই সঙ্গে করতে পারেন সেমিনারের আলোচকদের কাছে প্রশ্ন। আমরা তাদের দেওয়া উত্তর গুরুত্ব দিয়ে প্রকাশ করব।
প্রশ্ন পাঠাতে মেইল করুন bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএ/
** অনলাইনে ইসলামি আলোচনা, অংশ নিন আপনিও