ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইজতেমার মাঠে এবার যৌতুকবিহীন বিয়ের আসর বসেনি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
ইজতেমার মাঠে এবার যৌতুকবিহীন বিয়ের আসর বসেনি ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘদিনের রীতি ভেঙে এবার বিশ্ব ইজতেমাকে ৩২ জেলায় নামিয়ে আনা হয়েছে। খোলনলচে পাল্টে দেওয়ার বিশ্ব ইজতেমায় এবার ভাঙা হলো আরেক রীতি।

প্রথমবারের এবারের বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের আসর বসেনি।

ইজতেমার দ্বিতীয় দিন আসরের নামাজের এসব বিয়ের আয়োজন করা হতো। বিয়েতে বরের উপস্থিতিতে কনের অনুপস্থিতিতে তাদের সম্মতিক্রমে বিয়ের আকদ সম্পন্ন হতো। কিন্তু এ বছর ওই বিয়ের আয়োজন হয়নি।

একটি সূত্র জানিয়েছে, ইজতেমার ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা কেবল এই ময়দানে আসা তাবলিগি সদস্য ও মুসল্লিরা জানতে পারেন। এলাকার লোকজন এমনকি অনেক আত্মীয়-স্বজনরাও তা জানতে পারেন না। ফলে ওই বিয়ের আকর্ষণ কমে যায়। আবার অনেক সময় ইজতেমার মাঠের বিয়ে নিয়ে নানা কথা হয়। অন্যদিকে অনেকে এটাকে জরুরি মনে করতে থাকার প্রেক্ষিতে এবার মাঠে বিয়ের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

বিষয়টি নিয়ে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।