ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

শুরু হয়েছে পবিত্র হজের খুতবা। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান আস সুদাইস আরাফার ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা‍ থেকে খুতবা প্রদান করছেন।

স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে খুতবা শুরু হয়েছে। মসজিদে উপস্থিত আছেন সৌদির আরবের সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত বিশিষ্টজনরা।

দীর্ঘ ৩৫ বছর পর আরাফার খুতবা দিচ্ছেন নতুন খতিব। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ স্বাস্থ্যগত কারণে খুতবা দেওয়া থেকে অবসর নিলে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান আস সুদাইসকে নতুন খতিব নির্বাচন করা হয়।

হজের খুতবার শুরুতে আল্লাহতায়ালার প্রশংসা, নবী করিম (সা.)-এর প্রতি দরুদ পাঠ করে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। এ খুতবায় থাকে উপস্থিত হাজিসহ বিশ্ববাসীর জন্য করণীয় বিষয়সমূহ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এমএইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।