ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

এ বছরও হজে যেতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এ বছরও হজে যেতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি মক্কার পবিত্র মসজিদ আল-হারাম

গত বছরের মতো ২০১৮ সালেও পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এদের মধ্যে সাত হাজার জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। বাকি এক লাখ ২০ হাজার ১৯৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

গত ১৪ জানুয়ারি বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং সৌদি আরবের হজ ও ওমরামন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেনের উপস্থিতিতে হজ চুক্তি সই হয়। সৌদিতে এ চুক্তি সই করার সময় ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশের তরফ থেকে এ বছর হজযাত্রী বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু কোনো দেশেরই হজযাত্রীর কোটা বাড়েনি বলে বাংলাদেশেরও বাড়েনি। আগের বছরের কোটাই থাকছে এ বছরও।

হজ চুক্তি করতে গত ১২ জানুয়ারি সৌদি যান ধর্মমন্ত্রীসহ কর্মকর্তারা। দেশে ফিরে তারা হজ চুক্তির বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।