সম্প্রতি ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টুইগ ফিশার বলেন, বিশ্বব্যাপী পরিচিত কিছু ইসলামী জিনিসের নতুন সংগ্রহশালা। বিশ্ব ইতিহাসের আধ্যাত্মিক, ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে মুসলিম বিশ্ব গঠিত। যা পশ্চিম আফ্রিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে এবং পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়া থেকে ইক্যুইটারের দক্ষিণ-পূর্ব মধ্য আফ্রিকা পর্যন্ত বিস্তৃত।
আর দুই কক্ষবিশিষ্ট ইসলামিক গ্যালারিতে, ৭ম শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত পশ্চিম আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু ইসলামিক শিল্পকর্ম, তথ্য-প্রমাণাদি, চিত্র ইসলামী সংস্কৃতি-ঐতিহ্যের জিনিসপত্র প্রদর্শন করা হবে।
আল-বুখারি ফাউন্ডেশন গ্যালারি প্রদর্শনে সজ্জিত অসাধারণ চিত্রকর্মের মাধ্যমে দর্শকদের বিজ্ঞান, ক্যালিওগ্রাফি, ফ্যাশন এবং কাহিনীসূত্রের পরিচয় তুলে ধরবে। মালয়েশিয়াভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক সংগঠনটি, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে গত ৪০ বছর ধরে সুনাম অর্জন করে আসছে।
নতুন ক্যাটাগরিতে প্রত্নতত্ত্ব, সজ্জাশিল্প, ছায়া পুতুল, টেক্সটাইল এবং সমকালীন ও মধ্যযুগীয় মিশরের রঙিন গ্ল্যাজের সঙ্গে জলরঙের জ্যামিতিক বিভিন্ন উপাদান সংগৃহীত রয়েছে। চার বছরের চেষ্টায় আল-বুখারি ফাউন্ডেশন নতুন এই ক্যাটাগরি চালু করতে সক্ষম হয়েছে।
মিউজিয়ামের পরিচালক ফিশার আরো বলেন, এই গ্যালারিটির মাধ্যমে ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য ধর্মের সঙ্গে ইসলামের মিথস্ক্রিয়া সম্পর্কিত বাস্তবতা প্রতিফলিত হবে। পাশাপাশি এটি একটি অস্পষ্ট ইতিহাসকে দেদীপ্যমান করে তুলবে।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএমইউ/আরএ