ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি ‘ইক্বরা’ আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর ১৯তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০১৯ আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। 

প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিখ্যাত ও স্বনামধন্য ক্বারিরা অংশ গ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত অতিথি, বাংলাদেশের রাষ্ট্রীয় উচ্চ পদস্থ ব্যক্তিরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে আমন্ত্রিত হবেন।

এবারের সম্মেলনে দেশীয় ক্বারিরা ছাড়াও ইরান, তুরস্ক ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারিগণ উপস্থিত থাকবেন।

ঐতিহ্যবাহী সম্মেলনটি ১৯৬৬ সাল থেকে চালু ও অব্যাহত রয়েছে।  হজরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ রহ. এর হাত ধরে এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চর্চা চালু হয়েছিল। তিনি ‘ইক্বরা’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি ছিলেন।

ইক্বরার সদস্য নুর মুহাম্মদ বাংলানিউজকে জানান, এবার পিএইচপি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় সম্মেলনের যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।