ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

খুতবার পরে খতিব ছাড়া অন্য কেউ জুমার নামাজ পড়াতে পারবে?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
খুতবার পরে খতিব ছাড়া অন্য কেউ জুমার নামাজ পড়াতে পারবে? পবিত্র কাবা শরিফের সামনে খুতবা দেওয়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমাদের মসজিদের যিনি খতিব, সাধারণত তিনিই খুতবা দেন এবং নামাজ পড়ান। কিছুদিন আগে এক জুমায় খুতবা দেওয়ার পর হঠাৎ অসুস্থতার কারণে নামাজ পড়াতে পারেননি। উপস্থিত একজন ইমামতির দায়িত্ব পালন করেন। আমার জানার বিষয় হলো, পরে যিনি নামাজ পড়ালেন তার ইমামতিতে কি আমাদের জুমা পূর্ণাঙ্গরূপে আদায় হয়েছে? কারণ তিনি খুতবা দেননি। তিনি কেবল শ্রোতা ছিলেন।

উত্তর: ওই ব্যক্তির পেছনে আপনাদের জুমার নামাজ আদায় শুদ্ধ হয়েছে। কেননা, জুমার ইমামতি শুদ্ধ হওয়ার জন্য ইমামের খুতবা দেওয়া শর্ত নয়; বরং খুতবা চলাকালিন উপস্থিত থেকেছেন, এমন যে কোনো উপযুক্ত ব্যক্তি জুমার ইমামতি করতে পারবেন।

অবশ্য খুতবাদাতা ও ইমাম একই ব্যক্তি হওয়া উত্তম। বিনা ওজরে অন্যকে ইমাম বানানো অনুত্তম।

সূত্র: আলমাবসুত, সারাখসি: ২/২৬; বাদায়িউস সানায়ি: ১/৫৯৫; আলমুহিতুল বুরহানি: ২/৪৫৫; আল-বাহরুর রায়েক: ১/২৫৫; ফাতাওয়া বাজ্জাজিয়া: ৪/৭৫; রদ্দুল মুহতার: ২/১৪১

প্রশ্নটি করেছেন: সাইফুল ইসলাম পলাশ, চন্দনাইশ, চট্টগ্রাম।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।