ঢাকা: ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে।
ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার আরোপিত শর্তপালন সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ হজে গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং তাদের ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী হতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমআইএইচ/ওএইচ/