ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আনন শিশুসাহিত্য পুরস্কার ২০১৩ পেলেন ফারুক নওয়াজ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১৮, ২০১৩
আনন শিশুসাহিত্য পুরস্কার ২০১৩ পেলেন ফারুক নওয়াজ

ঢাকা: শিশু-কিশোরদের জন্য গড়া আনন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন শিশুসাহিত্য পুরস্কার ২০১৩ প্রদান করা হয়েছে। পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশু সাহিত্যক ফারুক নওয়াজ।


 
এছাড়া অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়াকে।

শুক্রবার গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক মঈনুল আহসান সাবের ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আলম তালুকদার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আনন ফাউন্ডেশনের মহাসচিব নজরুল ইসলাম নঈম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স ম শামসুল আলম।  

পুরস্কার হিসেবে ফারুক নওয়াজকে আনন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা, স্মারক ও সার্টিফিকেট দেওয়া হয়। এ সম্মাননা তিনি তাঁর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেন।

সুকুমার বড়ুয়াকে দেওয়া হয় স্মারক, সার্টিফিকেট এবং পাঁচ হাজার টাকার চেক। এখন থেকে আনন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিমাসে তিনি পাঁচ হাজার টাকা পাবেন।

পুরস্কার তুলে দেওয়ার সময় লতিফ সিদ্দিকী ঘোষণা করেন, এখন থেকে প্রতি মাসে সুকুমার বড়ুয়াকে তাঁর পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বেসরকারি সংগঠনের আয়োজনে এত বড় সম্মাননার ঘটনা সত্যিই বিরল। তাঁরা আনন ফাউন্ডেশনকে এটি অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভার পর আনন ফাউন্ডেশনের শিশুশিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৩
মীম নোশিন নাওয়াল খান/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।