ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীলফামারীতে শিশু আনন্দ মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৩

নীলফামারী: নীলফামারীতে শুরু হয়েছে দু’দিনব্যাপী শিশু আনন্দ মেলা। বুধবার দুপুরে শিশু একাডেমি চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল।



জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, শিশু সংগঠক ও সাংবাদিক নুর আলম, এনসিটিএফ’র সাধারণ সম্পাদক আবু আল জাকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাহিদ বিন খয়রাত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য ৠালি শহর প্রদক্ষিণ করে।

শহরের বিভিন্ন স্কুল ছাড়াও শিশু সংগঠনের ১০টি স্টল রয়েছে আনন্দ মেলায়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিশুদের নিয়ে দু’দিনে বিভিন্ন প্রতিযোগিতা, দুর্লভ ছবি প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং আনন্দঘন পরিবেশে শিশুদের পাঠ নিয়ে সিসিমপুর প্রকল্পের চিত্র উপস্থাপন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।