ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের ছবিতে তারা নেই কেন?

রাজীব কুমার সাহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
চাঁদের ছবিতে তারা নেই কেন?

চন্দ্রাভিযানের নানা ছবি আমরা বিভিন্ন সময়ে দেখেছি। নীল আর্মস্টংয়ের চাঁদে পদার্পণের ছবি দেখেনি এমন মানুষও রয়েছে খুব কম।

কিন্তু একটি বিষয় কি কেউ খেয়াল করেছেন, যে চাঁদ থেকে তোলা কোনো ছবিরে পেছনের আকাশে তারা নেই! অথচ আকাশে রয়েছে কোটি কোটি তারা। আর চাঁদ তো পৃথিবী থেকে তারার অনেক কাছে।

এমনটি কেন হয়? এবার জেনে নেওয়া যাক।

মহাকাশ যাত্রীদের চাঁদে অবতরণের যে ছবি নাসা প্রকাশ করেছিলো তাতে দেখা গেল পিছনের আকাশ অন্ধকার, কোনো তারা নেই। ফলে অনেকেই বললেন চন্দ্রাভিযান ভুয়া। তাদের প্রশ্ন যদি সত্যি হতো তাহলে ছবিতে তারা দেখা যায় না কেন? কিন্তু এ ধারণা ভুল।

আকাশে তারার আলো এতই হালকা যে সাধারণ ক্যামেরায় তা ধরা পড়ে না। ক্যামেরার শাটার অন্তত ১০-১৫ সেকেন্ড খোলা রেখে বিশেষ ধরনের ফিল্মে ছবি তুললে কেবল তারার ছবি আসতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখতে হবে- আমাদের অভিজ্ঞতায় দেখি, রাতে অন্ধকার ঘরে আলো নিভিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকালে তারা চোখে পড়ে। কিন্তু ঘরে বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায়।

এর কারণ হলো- চোখের সামনে তীব্র আলোর জন্য তারার হালকা আলো অনুজ্জ্বল হয়ে পড়ে, তাই দেখা যায় না। ঠিক তেমনি মহাশূন্যে বা চাঁদে ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশগানের আলোর ঝলক মহাকাশযাত্রীর গায়ের পোশাকে প্রতিফলিত হয়ে চারদিক আলোকিত করে, তখন পিছনের তারার ক্ষীণ আলো ঢাকা পড়ে য়ায়। এজন্য সাধারণ ক্যামেরায় তোলা ছবিতে রাতের আকাশের তারা সাধারণত দেখা যায় না।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।