ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

প্রজাপতি মন

মীম নোশিন নাওয়াল খান, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
প্রজাপতি মন

আমি চিনি তাকে স্বপ্নের রঙে বিভোর একজন
জীবনতরীর হাল ধরা সংগ্রামী কোনোজন।
কখনো নিজেকে হারানো প্রকৃতির মাঝে উচ্ছ্বল একজন
তার প্রজাপতি মন।



কালবোশেখির তাণ্ডবে যখন উত্তাল এ জীবন
তখন অগোছালো জীবন গুছিয়ে চলা একজন
তার প্রজাপতি মন। ।

বর্ষায় অবিরাম অশ্রু ঝরায় ওই গগন
তখন জলে ভেসে যাওয়া জীবনের পাড় খোঁজা একজন
তার প্রজাপতি মন। ।

শরতের নীলাকাশে মেঘের ভেলা
তারা সূর্যের সঙ্গে করছে খেলা
নদীতীরে কাশবন খাচ্ছে দোলা
রাতে ফোটা শিউলি ভোরে সে তোলা-
এর মাঝে নিজেকে খুঁজে চলা একজন
তার প্রজাপতি মন। ।

হেমন্তে মাঠেতে স্বর্ণ দোলে,
কৃষাণ-কৃষাণী ফসল তোলে
নবান্ন উৎসবে পিঠে বানানো অনেকের মাঝে
সেও ছিল একজন।
তার প্রজাপতি মন। ।

কুয়াশার চাদরে ঢাকা এ ধরা
রস চুরি করতে গাছে সে চড়া-
পুবের শীতল হাওয়া জানালা খোলা
শীতের শিশির ভেজা ঘাসে পা ফেলা-
পাগলামি করে চাদর খোলা
হাফহাতা টি-শার্টে এগিয়ে চলা
অন্যরকম কোনোজন
তার প্রজাপতি মন। ।

রূপময় প্রকৃতির মায়াজালে
বসন্তে রক্তলাল পলাশ ডালে
সারাদিন থাকে পড়ে মন
কোকিলের সুরে সুরে মুগ্ধ হয়ে
ডালে ফোটা একথোকা ফুলকে ছুঁয়ে
এর মাঝে নিজেকে খুঁজে চলা সেই জন।
তার প্রজাপতি মন। ।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।