ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফুলের নদী!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৩
ফুলের নদী!

ফুলের আবার নদী হয়! শুনতে একটু অবাকই লাগে! তাই না? কিন্তু ছবি কিংবা নিজের চোখে দেখলে সবাই কেউকেনহফের ফুল বাগানকে ফুলের নদীই বলবেন।

পৃথিবীর অসাধারণ প্রাকৃতিক ফুলের এ নদীটি নেদারল্যান্ডের কেউকেনহফে অবস্থিত।

ফুলপ্রেমীদের জন্য কেউকেনহফ স্বর্গই বলা যায়। বসন্তে অপরূপ রূপের পেখম মেলে বসে এ স্থানটি। আর্মস্টারডাম শহরের কাছে অবস্থিত কেউকেনহফের বসন্তের রূপের কোনো তুলনা নেই।

শুধু ফুল বিছানো নদীই নয়, এখানে এসে আপনি দেখতে পাবেন সত্যিকারের ছোট নদীর দু’পাড় জুড়ে গড়ে ওঠা বিচিত্র ফুলের সমারোহ। নদীতে বোটে বসে আপনি চলতে পারবেন মিষ্টি স্নিগ্ধ গন্ধ আর স্বর্গীয় বিচিত্র রঙের ফুলের বুক চিরে।

কেউকেনহফকে বলা হয় ইউরোপের বাগান, যেটা বিশ্বের সবচেয়ে বড় বসন্তের ফুলের বাগান হিসেবেও পরিচিত।

প্রায় সত্তর লাখ ফুলের বীজ ও চারা এ বাগানে প্রতিবছর লাগানো হয়। মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত সাধারণত দর্শনার্থীদের জন্য উন্মক্ত থাকে কেউকেনহফ গার্ডেন। পৃথিবীর সুন্দরতম ফুলগুলোর একটি টিউলিপ ফোটে কয়েক লাখ।

এপ্রিল সাধারণত নানা রঙের টিউলিপ ফোটার সময়। বাগানটি প্রায় আড়াইশ বিঘা জমির উপর অবস্থিত।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি- ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।