ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফুলেল সিঁড়ি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর, ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
ফুলেল সিঁড়ি

সিঁড়িটার নাম লা স্কালা ডি সান্টা মারিয়া ডেল মন্টে। এটি ইটালির কাল্টাগিরোনি শহরে অবস্থিত।

তবে অন্য সব সাধারণ সিঁড়ির চেয়ে এটি আলাদা। কেন? কারণ বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে ফুলবাগানের আদলে সাজানো হয় এই সিঁড়িকে।
staircase-caltagirone
লা স্কালা ডি সান্টা মারিয়া ডেল মন্টে সিঁড়িটি ১৪২ ধাপ বিশিষ্ট। আর যে শহরে এটির অবস্থান, সেই কাল্টাগিরোনি শহর আবার বিখ্যাত মৃৎশিল্পের জন্য। ব্যস! হয়ে গেল। মৃৎশিল্পীরা তাদের শৈল্পিক মনের ছোঁয়ায় সবার নজর কাড়তে বেছে নিয়েছেন এই সিঁড়িটাকেই।

সিঁড়ি শুধু না, তারা চিনামাটির নকশায় পুরো শহরটাকেই করে তোলেন এক অসাধারণ শৈল্পিক নিদর্শন। তবে সবকিছুকে ছাপিয়ে বারবার চোখ চলে যায় লা স্কালা ডি সান্টা মারিয়া ডেল মন্টে নামক সিঁড়ির দিকে।

৪০০ বছরের পুরনো এই সিঁড়িকে প্রতি গ্রীষ্ম আর বসন্তে ফুলবাগানের আদলে সাজান মৃৎশিল্পীরা। তাদের হাতের জাদুতে সত্যিই যেন সিঁড়ি হয়ে ওঠে ফুলবাগান। প্রতি বছর কাল্টাগিরোনি শহরে ‘লাস স্কালা ইনফিয়োরাটা’ নামক ফুল উৎসব করা হয়। এই উৎসব শুরু হয় ৮ মে থেকে। শেষ হয় ২ জুন।

সে উৎসবের সময় অসাধারণ সব ফুলেল নকশা করে সাজানো হয় লা স্কালা ডি সান্টা মারিয়া ডেল মন্টেকে। বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসেন এই অভিনব শিল্পটি কাছ থেকে দেখতে। এরপর ২৪-২৫ জুলাই উদযাপন করা হয় লণ্ঠন উৎসব। তখন আবার কাল্টাগিরোনির মৃৎশিল্পীরা চার হাজার হাতে গড়া লণ্ঠন দিয়ে ব্যতিক্রমী ফুলের নকশা তৈরি করেন সিঁড়িটিতে। সে সময় রাতের বেলায় সিঁড়িটাকে দেখতে অপূর্ব লাগে। মনে হয় যেন আলোর ফুল ঝিকমিক করে জ্বলছে।
staircase-caltagirone-12
নকশা করা শেষ হলেই দর্শনার্থীদের জন্য সিঁড়িটি উন্মুক্ত করে দেওয়া হয়। তারা সিঁড়ি বেয়ে উঠে কাছ থেকে নকশাগুলো দেখতে পারেন। তবে নকশা করার সময় কখনোই সাধারণ মানুষকে তা দেখতে দেওয়া হয় না।

হাজারো পর্যটকের ভালোবাসা আর বিস্ময় ভরা দৃষ্টির সামনে নিজেকে এক ফুলেল সিঁড়ি হিসেবেই উপস্থাপন করে লা স্কালা ডি সান্টা মারিয়া ডেল মন্টে। আর লণ্ঠন উৎসবের সময় সিঁড়িটা হয় সবার চেয়ে আলাদা। সবচেয়ে অন্যরকম, অপূর্ব সুন্দর। তখন সে হয় আলোর ফুলের ফুলবাগান।     

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
এমএনএনকে/এএ/আরকে ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।