ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সুপার পাওয়ারের দূত

পূর্ণা রায় ভৌমিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
সুপার পাওয়ারের দূত

রিপা ও মনি ভালো বন্ধু। পাঁচ বন্ধবী লাজুক, রিপা, মৌরিন, ইশিকা ও নিশি খেলতে এসেছে মনিদের বাসায়।

তারা ছয়জন মিলে খেলছিলো। খেলতে খেলতে হঠাৎ মনি দেখল, তার একটা পুতুল ভেঙে গেছে। আমার পুতুল কে ভেঙেছো? বলেই কান্না জুড়ে দিল মনি।

লাজুক, মৌরিন, ইশিকা, নিশি ওরা বলল, আমরা ভাঙিনি ভাই।
 
রিপা শান্ত স্বভাবের মেয়ে। ও কিছু বলার আগেই, মনি বলল, তুমি ভেঙেছো! তুমি ভেঙেছো! যাও যাও আমি আর তোমার সাথে খেলব না।

রিপা অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে রইল। খুব অভিমান হলো। মনে মনে বলল, আমার বন্ধু হয়ে তুমি আমাকে ভুল বুঝলে!

রিপার একবার বলতে ইচ্ছে হলো, তোমার মনটা আরও বড় করো।

কিন্তু একথা বললে মনি আরও কষ্ট পাবে। ঝগড়া হবে। মা বলেছেন, কারো সাথে ঝগড়া করতে নেই। মনে মনে বললো, আমাকে শুধুই শুধুই বকা দিলে। একদিন তোমার ভুল বুঝতে পারবে।

চুপি চুপি চোখের জল মুছে চলে গেল রিপা। বাসায় ফিরে মাকে সব খুলে বলল। মা বললেন, তুমি কিছু না বলে ভালোই করেছ।

লাজুক, মৌরিন, ইশিকা, নিশি সবাই চলে গেল। মনি এবার কান্না থামিয়ে মায়ের কাছে গেল। মাকে অভিযোগ করতেই মা বললেন, মনি তোমাকে বলতে ভুলেই গেছি, ঘর গোছানোর সময় তোমার একটা পুতুল ভেঙে গেছে। তুমি কি ওটার কথা বলছ?

মনি অবাক হয়ে শুনল আর ভাবল, আমি কত খারাপ কাজ করলাম! না বুঝে রিপাকে ভুল বুঝলাম! রিপাওতো কিছুই বলল না। চুপ করে চলে গেল। ইস্ ও না জানি কত কষ্ট পেয়েছে! ঠিক আছে আগামীকাল স্কুলে গিয়ে ক্ষমা চেয়ে নেবো।

রিপা মা-বাবাকে গুড নাইট বলে ঘুমোতে গেল । মধুর সুর, নূপুরের মিস্টি আওয়াজ আর পাখির গান শুনে, ঘুম ভেঙে গেল রিপার। চোখ বড় বড় করে তাকিয়ে রইল জানালায়। দেখল বাইরে আলোর বন্যা। আলোর স্রোতে পাল তুলে এক ঝলমলে নৌকায় চড়ে হাজার হাজার প্রজাপতি এসেছে। ঝলমল নৌকা রইলো জানালায় দাঁড়িয়ে। আর প্রজাপতিরা রিপার ঘরে ঢুকে নেচে, গেয়ে, রিপাকে হাত ধরে টেনে তুলে নাচতে শুরু করলো।

রিপা লজ্জায় লাল হয়ে গেল। তার বন্ধু মুনিয়ার কাছে সুপার পাওয়ারের গল্প শুনেছে, এরাই কি সুপার পাওয়ারের দূত! আমি কি ভালো কাজ করেছি! ওরা আমার কাছে আসবে কেন? প্রজাপতিরা রিপাকে সিংহাসনে বসালো। মাথায় রুপোর মুকুট পরিয়ে দিয়ে বলল, কি গো আমাদের সাথে কথা বলবে না? না না বলবো, বুঝতে পারছি না কি বলব। তোমরা আমাকে কেন আদর করছ? আমি কি এমন করেছি!

প্রজাপতিরা বলল, তুমি মনে করে দেখ তো, গতকাল তুমি খুব কষ্ট পেয়েছিলে, তোমার বন্ধু তোমাকে ভুল বুঝেছিলো। কিন্তু তুমি কেমন ধৈর্য ধরে চলে এলে। রিপা হাসল। বলল, ওতো আমার বন্ধু। ওতো বুঝতে পারেনি। প্রজাপতিরা বলল, তাইতো তোমাকে পুরস্কার দিতেই এলাম। আমরা সুপার পাওয়ারের দূত। সুপার পাওয়ার তোমার ধৈর্য দেখে আমাদের পাঠালেন। আমরাও চলে এলাম। এবার আমরা বিদায় নেব।

রিপা বলল, দেখো, মনি আমার খুব ভালো বন্ধু, সুপার পাওয়ারকে বলো ওকে যেন ভুল না
বোঝেন। প্রজাপতিরা রিপাকে আরও আদর করলো আর বলল, ভালো থেকো, বড় হও, কোনো একদিন আবার আসব সোনার মুকুট নিয়ে, বিদায়......।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।