ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের ছড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
একুশের ছড়া


লাল ফড়িঙের বৌ
তুমি লাল ফড়িঙের বৌ
লাল ফড়িঙের বৌ হলেও
ফড়িঙ তুমি নও

তুমি তিড়িং
তুমি বিড়িং
এবং তুমি কিড়িং কিড়িং
ফিড়িং কথা কও

লাল ফড়িঙের বৌ
তুমি লাল ফড়িঙের বৌ
তিড়িং ভাষায় দ তুমি
বাংলা ভাষায় নও।



তোমার ঘরের নকশিকাঁথায়
বর্ণমালা আঁকা
চালের ওপর কুমড়ো ফুলে
নীল ভোমরের পাখা
কিন্তু তোমার মনের মাঝে
পানের বরজ রাখা
কোত্থেকে সব বুনোপাখি
করছে এসে কা-কা

এবার তুমি ঘুমাও
নকশিকাঁথা বুকে রেখে
বর্ণমালা জমাও।



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।