ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হারিয়ে যাওয়া দিন ।। চন্দনকৃষ্ণ পাল

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
হারিয়ে যাওয়া দিন ।। চন্দনকৃষ্ণ পাল

সূর্য ওঠা সূর্য নামার ক্ষণগুলো আজ অনেক দূরে,
রাখাল ছেলের উদাস বাঁশি আর বাজেনা মিষ্টি সুরে।
গাছের পাতায় রোদের আলো খেলেনা তার মধুর খেলা
কেমন করে তা জানি না কেটেই যায় সারা বেলা।



মাঠের সবুজ আলপথে আর হাঁটার সময় আমারতো নেই,
রোজ বিকেলের খেলার এ মাঠ আমি দেখি দূর অতীতেই।
বন্ধুরা সব হারিয়ে গেছে, খুঁজেও জানি পাবো না আর,
দিনগুলো সব হারিয়ে গেছে সূর্য ওঠার সূর্য নামার।

আমি এখন বন্দি আছি এই শহরের মায়ার জালে,
ইট কাঠ আর গাড়ি ঘোড়ার সকাল-সন্ধ্যা কালে।
এখানে নেই মায়ের হাসি, এখানে নেই বাবার আদর
এখানে নেই ওম ছড়ানো শীতের দিনে সুতোর চাদর।

এখান থেকে বের হতে চাই ফিরতে যে চাই মায়ের কোলে,
যেখানেতে রয়েছে প্রাণ, গাছের ডালে দোলনা দোলে।
যেখানেতে মায়ের হাসি যায় ছড়িয়ে আকাশ পানে,
সে সবুজের প্রাণটিকে চাই ভরিয়ে দিতে গানে গানে।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।