ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাসতে মানা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
হাসতে মানা!

(০১)

ছেলে ও বাবার কথা হচ্ছে-

বাবা : তোর দুষ্টুমি সহ্য করতে করতে আমার মাথার অর্ধেক চুল পেকে গেছে।

ছেলে : তাহলে তুমি আমার চেয়েও বেশি দুষ্ট ছিলে।

বাবা : কিভাবে?

ছেলে : কারণ দাদার সব চুল পেকে গেছে।

(০২)

বাবা ও ছেলের কথোপকথন-

ছেলে : বাবা, কাপে করে ঐ লোক কি খাচেছ?

বাবা : চা

ছেলে : না, চাইতে পারবো না। লজ্জা লাগে।

(০৩)

ছেলে : বাবা, একলোক সুইমিংপুল বানানোর জন্য চাঁদা চাইতে এসেছে।

বাবা : ওকে একগ্লাস পানি দিয়ে দে।

(০৪)

লোক : এইটুকু ছেলে তুমি দোকান সামলাও কিভাবে? চকলেট দেখে লোভ হয় না?

ছেলে : হয় কিন্তু খাই না। চেটে চেটে রেখে দেই।

(০৫)

শিক : বলতো, ‘জলে কুমির ডাঙায় বাঘ’ এখানে বাঘ ও কুমির কোন পদ?

ছাত্র : দুটোই বিপদ।

সংগ্রহে : সাদিকুর রহমান নয়ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।