ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও ঈদ উপহার

খরগোশ ঝুড়ি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
খরগোশ ঝুড়ি

রোজা চলছে। আসি আসি করছে ঈদও।

ঈদের ছুটিও শুরু হয়ে গেছে। ঈদ উপহার তৈরির জন্য এই সময়টা সবচেয়ে ভালো।

চলো আজ শিখে নিই কীভাবে তৈরি করা যায় মিষ্টি একটা খরগোশ ঝুড়ি।


যা লাগবে তোমার

প্লাস্টিকের প্লেট (৩টা), গোলাপি কাগজ, ফিতা, কাঁচি, স্ট্যাপলার, মার্কার/ সাইনপেন, তুলো।  

প্রথমেই একটা প্লাস্টিকের প্লেট অর্ধেকটা কেটে নাও।

এবার অন্য একটা প্লেটের সঙ্গে সেটা স্ট্যাপল করে আটকে নাও।

এখন আরেকটা প্লাস্টিক প্লেট কেটে খরগোশের দুটো কান বানিয়ে আগের প্লেটের উপরের দিকটায় আটকে নাও। তোমার খরগোশের মূল আকৃতি এখন তৈরি।


এখন সামনের দিকে মার্কার বা সাইনপেন দিয়ে চোখ মুখ এঁকে নাও। তুলোর টুকরো দিয়ে খরগোশের নাক বানিয়ে সেটাও জুড়ে দাও।
গোলাপি কাগজ কেটে খরগোশের কানে লাগিয়ে নাও।
সবশেষে পেছন দিকে অর্ধেক যে প্লেটটা আটকেছ, সেটার দুপাশে পাঞ্চ করে নাও। এখন এখানে ফিতা বেঁধে দাও।


তৈরি হয়ে গেল তোমার খরগোশ ঝুড়ি। এখন এর ভেতর চকলেট বা অন্য কিছু দিয়ে তুমি এটা ঈদে কাউকে উপহার দিতে পারো।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।