ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কৃষকের কন্যা | গুলশান আরা রশিদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
কৃষকের কন্যা | গুলশান আরা রশিদ

কাজের মানুষ আমি
নেই কো কাজের শেষ,
স্বপ্নে ঘেরা মাটির কুটির
এতেই আছি বেশ।

আমি যখন লাঙল কাঁধে
মাঠের পানে যাই,
তোমার কচি মুখের পানে
ফিরে ফিরে চাই।



আমি যখন দুপুরবেলায়
খেত নিড়াতে থাকি,
ক্লান্ত মনে ধানের শীষে
তোমার ছবি আঁকি।

তুমি আমার তারার আলো
জ্যোৎস্নাছড়া রাত,
বাড়াবে কি গো একটুখানি
তোমার কোমল হাত?

ওই শুনি যে কচি গলায়
‘বাবা’ বলে তোর ডাক,
তোর কথা মা পড়ে মনে
যতই কাজ থাক।


বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।