ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মা পাখিটা | হাওলাদার মাকসুদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
মা পাখিটা | হাওলাদার মাকসুদ

ছোট্ট নীড়ে মা পাখিটা পাখা মেলে
ছা পাখিদের দিচ্ছে বুকের আদর ঢেলে
ঝড়-ঝাপটা আর শিকারির হানাগুলি
পিঠ বাঁকিয়ে বাঁচায় বুকের ছানাগুলি।

মা পাখিটা যাচ্ছে দূরে আনতে খানা
ছা পাখিদের দূরের পথে উড়তে মানা
তাইতো তারা চুপটি মেরে বসছে নীড়ে
মা পাখিটা কখন তাদের আসবে ফিরে।



মা পাখিটা খাবার ঠোঁটে যেই-না এলো
ছা পাখিদের গোলমালে সব এলোমেলো
কে কার আগে খাবার খাবে মায়ের ঠোঁটে
নীড়টি যেন যাচ্ছে উড়ে পাখার চোটে।

মা পাখিটা ছায়ার মতো কাছে কাছে
ছা পাখিরা করছে খেলা পাছে পাছে
সারাটা দিন ডাকাডাকি, ওড়াউড়ি
পুকুরপাড়ে, ঝোঁপে-ঝাড়ে ঘোরাঘুরি।

আজ সকালে সুয্যি ওঠে ঝিলমিলিয়ে
জাগলো বনের পাখ-পাখালি কিলবিলিয়ে
মা পাখিটা শূন্যে ওড়ে ঝাপটে পাখা
আকুলতায় ছা পাখিদের কেবল ডাকা।

ছা পাখিরা দিচ্ছে মায়ের ডাকের সাড়া
মায়ের পিছে উড়ছে যেন পাগলপারা
মা পাখি আজ দূরের মাঠে দিচ্ছে পাড়ি
মায়ের পিছে ছা পাখিরা সারি-সারি।

ছোট্ট হলেও মা পাখিটা কত্ত বড়
তারায় ভরা দূরের আকাশ যত্ত বড়
নেই তুলনা আদর-ভালোবাসা মায়ের
এই দুনিয়ায় সবচেয়ে মধুর ভাষা মায়ের।


বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।