ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাতিঘরের শিশুদের চিত্র প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
বাতিঘরের শিশুদের চিত্র প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

ঢাকা: বাতিঘর শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয় আয়োজিত শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। রাজধানীর দৃক গ্যালারিতে (বাড়ি নং: ৫৮, রোড নং: ১৫/এ নতুন) দু’দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শুক্রবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।



বিজয় দিবস উপলক্ষে বাতিঘর আয়োজন করেছিল জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সারাদেশের শিশুদের আঁকা ছবি থেকে অভিজ্ঞ বিচারকদের বাছাই করা সুন্দর ছবিগুলো নিয়ে আয়োজিত হচ্ছে এ প্রদর্শনী।

বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধনী উনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন চিত্রশিল্পী হাশেম খান, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, অভিনেতা আফজাল হোসেন, সাংবাদিক প্রবীর সিকদার, কবি অসীম সাহা, সাবেক সংসদ সদস্য তহুরা আলী, সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব বালা, উদ্ভাবক মোস্তফা জব্বার, সাংবাদিক জাহিদ নেওয়াজ খান, যাদুশিল্পী জুয়েল আইচ, অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরো অনেকে।

প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।