ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বুদ্ধির খেলা ট্যানগ্রাম

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
বুদ্ধির খেলা ট্যানগ্রাম

ট্যানগ্রাম নাম শুনেছ? এটা একটি বুদ্ধির খেলা। চমৎকার এ খেলাটি প্রথম উদ্ভাবন করেছিল চীনারা।

বর্তমানে অবশ্য বিশ্বজুড়ে এর দারুণ কদর।

ট্যানগ্রামে সাতটি খণ্ড থাকে। এগুলোকে বলা হয় ট্যানস। এগুলো চ্যাপ্টা হয়। এই সাতটি খণ্ড জ্যামিতিক আকৃতির হয়। খেলাটি হচ্ছে, খণ্ডগুলোকে ব্যবহার করে একটি নির্দিষ্ট আকৃতি তৈরি করা। আকৃতির একটি আউটলাইন শুধু দেওয়া থাকবে, তোমাকে সবগুলো খণ্ড ব্যবহার করে সেটি তৈরি করতে হবে।

ট্যানগ্রাম প্রথম আবিষ্কৃত হয় চীনে। উনিশ শতকের শুরুর দিকে বাণিজ্যিক জাহাজের মাধ্যমে এটি ইউরোপে গিয়ে পৌঁছায়। সেসময় ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল ট্যানগ্রাম। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় আবার এ খেলাটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।

ট্যানগ্রামের বিভিন্ন বই পাওয়া যায়। আবার কিছু কাঠের ও প্লাস্টিকের ট্যানগ্রাম সেটও কিনতে পাওয়া যায়। অবসর সময় কাটানোর জন্য ট্যানগ্রাম কিন্তু দারুণ একটি খেলা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।