ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাসতে মানা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
হাসতে মানা!

(০১)
গরু ও ছাগল
এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল।
কথা কাটাকাটি শুরুর পর এক পর্যায়ে গরু ছাগলকে বলছে
গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু।


তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো
ছাগল : আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ছাগলের মতো কথা বলছেন।

(০২)
পয়সা থেকে টাকা
ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব ।
বাবা : কিভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে ।

(০৩)
উকিল বাবা
শিক্ষক বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে ।
: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার ।
: ফি ! কিসের জন্য?
: আমার বাবাযে উকিল। ফি ছাড়া তো পরামর্শ করেন না ।

(০৪)
গরু রচনা
শিক্ষক : কিরে কামাল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু এক রকম হলো কী করে?
কামাল : স্যার আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে !

সংগ্রহে : তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।