শিউলি ফুলের সুগন্ধে
পাখি ডাকা ভোর
ভাদ্র-আশ্বিন স্নিগ্ধ সকাল
মনে জাগে সুর।
অপরূপ সাদা মেঘ
খেলে আকাশ জুড়ে
যেন মৃদু পায়ে হেঁটে
ইচ্ছেমতো ঘুরে ঘুরে।
নদীর পাড়ে খালের পাড়ে
পাহাড়ের কিনারে
রূপসী বাংলার গাঁয়ে গাঁয়ে
ফুল ফোটে কী হারে!
ধবধবে সাদা কাশফুলে
দোল খাই বাতাসে
মনকাড়া প্রকৃতিটা
শরতেই যে হাসে।
কখনো মেঘ-বৃষ্টি হয়ে
নেমে আসে গাছে
পানি পেয়ে গাছ-গাছালি
সজীবতায় বাঁচে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএ